Featured Post
- Get link
- X
- Other Apps
কক্সবাজার শহর এলাকাজুড়ে প্রবল বৃষ্টি ও বন্যা।🏖️ 🏙️🌊
তারিখঃ ০৩.০৮.২০২১ 🗽
@Fat. 🛣️ 🛤️ 🏟️ 🛬
কয়েকদিনের বৃষ্টির পর কক্সবাজারের শহরের চার শতাধিক ঘর-বাড়ী,রাস্তা, বাজার প্লাবিত হয়েছে। এলাকার অধিকাংশ মানুষ বলছেন তারা গত এক দশকে এরকম ভয়াবহ বন্যা কখনো দেখেনি। ঘরগুলি ক্ষতিগ্রস্ত হয়; ঝর্ণা, কৃষিজমি এবং মানুষের জীবিকা পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু প্রায় তিন লাখ মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। কক্সবাজারের অধিকাংশ জনগোষ্ঠী যারা কৃষির উপর নির্ভর করে তাদের জন্য বন্যার পরের পরিস্থিতি কাটিয়ে উঠা কঠিন হবে।
পানির স্তর বাড়তে থাকায় অনেক এলাকা দুর্গম হয়ে পড়ে। বিভিন্ন স্তরে ত্রাণ সহায়তা প্রদান করা হলেও, এমন কিছু সম্প্রদায় আছে যারা বিতরণ পয়েন্টে পৌঁছতে পারে না।
প্রবল বৃষ্টিতে শহর এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। পাহাড়ি এলাকায় নির্মাণ করা হওয়ায় বাড়ি গুলো ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। বালুকাময় মাটির পাহাড়ে বাঁশ ও টিন দিয়ে তৈরি ঘরগুলি বৃষ্টিতে স্বাভাবিকভাবেই ভঙ্গুর হয়ে যায়। একাধিক দুর্যোগের মুখোমুখি হওয়ার পর পরিবারগুলি ক্লান্ত এবং মানসিকভাবে আজ দুর্বল।প্রতি বছর বর্ষাকালে একই ধরনের বিপর্যয় চলমান থাকে, প্রতিনিয়ত এই স্রোতে তলিয়ে যেতে থাকে শহরবাসী,, এরি কিছু সময় পর ভেসে আসে,,,একটু আশার আলো, সাথে কিছুটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে। এর চার বছরে ভিতর রোহিঙ্গা শরণার্থীর চলমান খোর স্রোতের ঢেউের নিচে তলিয়ে যাচ্ছে শহরবাসীর অতিষ্ঠ দুরভিসহ জীবনীর কথা ।
বাংলাদেশ সরকার এই দিকটির সমাধানের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে,করে যাচ্ছে ,।
কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দেশীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা জরুরিভাবে প্রয়োজন।।।।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment